শরীরে জ্বালাপোড়া। চিৎকার-আর্তনাদ। স্বজনদের দুর্বিষহ নির্ঘুম রাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন হরতালের আগুনে দগ্ধ মানুষ ও তাঁদের স্বজনদের এমন দুর্দশা এখন নিত্যসঙ্গী। এর সঙ্গে যুক্ত হয়েছে রক্ত কেনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা। কারণ, রক্ত কিনতে এ হতদরিদ্র মানুষগুলোকে গুনতে হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। গতকাল রোববার বার্ন ইউনিটে গেলে ওই দগ্ধ মানুষ ও তাঁদের স্বজনেরা বললেন, এমনিতেই আর্থিক অনটন। অর্থ সাহায্য যা মিলেছে, রক্ত কিনতেই চলে যাচ্ছে তার বেশ কিছু অংশ। আবার পরিশুদ্ধ রক্ত...

